চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইজিবাইকের সাথে ভটভটির সংঘর্ষে মনোয়ারা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে আলমডাঙ্গার নগরবোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন একই উপজেলার নান্দবার গ্রামের মৃত ইয়ামিন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুরে নগরবোয়ালিয়া গ্রামের মাঠ এলাকায় ইজিবাইকের সাথে ভটভটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালকসহ ছয়জন আহত হন। এদের উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন মারা যান।
এ ঘটনায় আহতরা হলেন- একই উপজেলার ভাংবাড়িয়া গ্রামের নূরুল হকের স্ত্রী রুলিয়া খাতুন (৬০), একই গ্রামের ইসরাফিল হোসেনের স্ত্রী রেহানা খাতুন (৪০), ভোগাইল বগাদি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী আফরোজা খাতুন (৫৫), বড় বোয়ালিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইজিবাইকচালক বিল্লাল হোসেন (৫০) ও কুষ্টিয়া মিরপুর থানার কেশবপুর গ্রামের জিনারুল ইসলামের মেয়ে মাহমুদা খাতুন।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ জানান, আহতদের মধ্যে রুলিয়া খাতুনের ও শিশু মাহমুদা খাতুনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত