খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন জেলা শাখার আহ্বায়ক জাহেদ আহমেদ টুটুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার মাটিরাঙ্গার সাপমারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর থেকে মোটরসাইকেলে করে মাটিরাঙ্গার বাড়িতে ফিরছিলেন জাহেদ। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে স্বজনরা। রবিবার স্থানীয়রা সাপমারা এলাকার পাহাড়ি ছড়ায় মরদেহ পড়ে থাকতে দেখে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা। তারপরও পুলিশ তদন্ত করে দেখছে।
বিডি প্রতিদিন/এমআই