বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গভীর নলকূপ বসানোর সময় ভূগর্ভস্থ থেকে গ্যাস উদগীরণের ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন প্রত্যক্ষ করতে আসছে গ্যাস।
গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয়ে সুপেয় পানির সন্ধানে শ্রমিকরা গভীর নলকূপের কাজ করার সময় ১ হাজার ফিট গভীরে পাইপ বসানোয় হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয় এবং বুদ বুদ করে গ্যাস উঠতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার হলে সর্বত্র ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার গ্যাস উদগীরণের বিষয়টি সরেজমিনে পরিদর্শনে আসে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুল হুদার নেতৃত্বে ৩ সদস্যর প্রতিনিধি দলে আরও ছিলেন বাপেক্সের ডেপুটি ম্যানেজার জিওলোজিস্ট সালেহ আহমেদ এবং হামিদুজ্জামান।
প্রতিনিধি দল এসময় আগুন জালিয়ে গ্যাস উদগীরণের বিষয়টি নিশ্চিত হন। ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য তারা গ্যাসের নমুনা সংগ্রহ করেন।
স্থানীয় সাংবাদিকদের কাছে উপ-সচিব কামরুল হুদা বলেন, গ্যাসের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলেও কোনো ধরনের গ্যাস ল্যাবে পরীক্ষা না করে বলা যাবে না। আমরা নমুনা সংগ্রহ করে নিয়েছি, পরীক্ষার ফলাফলের পর বিস্তারিত জানা যাবে। স্থানীয়দের সতর্ক থাকার বিষয় অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগুন জ্বালানো যাতে না হয়, এ ব্যাপারে সাবধান থাকতে হবে।
বিডি প্রতিদিন/এমআই