শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শিশুটির নাম ফারিহা সৌরভী লাবন্ন (৬)। শিশুটি শহরের গড়কান্সা এলাকার ফরিদ মিয়া ও রৌশন আরার সন্তান।
পুলিশ ও নিহত পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে উপজেলা চত্বরের পুকুর ও আশপাশের জলাশয় গুলোতে খোঁজাখুঁজির একপর্যায়ে গড়কান্দা এলাকায় একটি পুকুরে শিশুটির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলিতাবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরোজা নাজনীন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, শিশুটির মা থানায় জিডি করেছেন। এরপর থেকে শিশুটির সন্ধানে পুলিশ অভিযান চালায়। আজ দুপুরে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নালিতাবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরোজা নাজনীন বলেন, লাশের সুরাতহাল রিপোর্ট করা হয়েছে। প্রাথমিকভাবে শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়টি জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার