১৬ সেপ্টেম্বর, ২০২১ ০১:২১

পোষা ময়নাটিও নিয়ে গেছে ডাকাত দল, ‘পাখিটি চিৎকার করছিল’

অনলাইন ডেস্ক

পোষা ময়নাটিও নিয়ে গেছে ডাকাত দল, ‘পাখিটি চিৎকার করছিল’

পোষা ময়নাটিও নিয়ে গেছে ডাকাত দল, ‘পাখিটি চিৎকার করছিল’। সংগৃহীত ছবি

ঝালকাঠির রাজাপুরে জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে, পরিবারের সবাইকে বেঁধে রেখে, ভয়াবহ ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো. ফরিদ খন্দকারের বাড়িতে এই ডাকাতি হয়।

ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নেন। পাশাপাশি বাড়িতে তাদের পোষা ময়না পাখিটিও নিয়ে যান ডাকাতরা। খবর পেয়ে বুধবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাড়ির মালিক মো. ফরিদ খন্দকার জানান, রাত ১টার দিকে ১০-১২ জনের ডাকাত দল ঘরের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে, সবাইকে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে যায়। এমনকি পরিবারের সবার আদরের পোষা ময়না পাখিটি নিয়ে চলে যান ডাকাতরা। 

তিনি বলেন, ‘তখন ডাকতদের ভয়ে ঘরের সবাই চুপ করে থাকলেও ময়নাটি চিৎকার করছিল। ডাকাত দলের তিনজনের মুখ বাঁধা অবস্থায় ছিল।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর