ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা গ্রামে সোমবার সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর সাধনা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সাধনা ওই গ্রামের আজিজুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাউল্লা গ্রামের মক্কু মিয়ার ছেলে আজিজুলের সঙ্গে প্রায় সাত বছর আগে পারিবারিক ভাবে পার্শ্ববর্তী ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামের মকসুদ আলীর মেয়ে সাধনার বিয়ে হয়। আজিজুল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। সোমবার সকালে স্ত্রী সাধনার সঙ্গে আজিজুলের ঝগড়া হয়। পরে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সাধনা।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূ সাধনা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার