নদী ভাঙ্গনের কবলে পড়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় ৮নং চরএলাহী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার মানুষ।
ভাঙ্গন কবলিত এলাকায় দেখা গেছে, দীর্ঘদিন থেকে ছোট ফেনী নদী গিলে খেয়েছে কোম্পানীগঞ্জ চরএলাহী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বৃহদাংশসহ ১, ৩ ও ৪ ওয়ার্ডের অংশ বিশেষ। ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব চরলেংটা, চরলেংটা, চরএলাহী এবং দক্ষিণ চরএলাহী এ ৪টি গ্রামের অধিকাংশ ঘর-বাড়ি, ফসলি জমি, মৎস্য-গবাদি পশু খামার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে নদী গর্ভে।
নদী ভাঙ্গন কবলিত হয়ে নিঃস্ব মানুষেরা ঠাই নিয়েছে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড কিংবা উপজেলার অন্য কোনো ইউনিয়নে। এতে ইউনিয়নের কোন কোন ওয়ার্ডে জনসংখ্যার আনুপাতিক হারেও ব্যাপক তারতম্য দেখা দিয়েছে। ৫নং ওয়ার্ডে ৪টি গ্রামে ভোটার সংখ্যা ছিল ১৭শ জন। ভাঙ্গনের কবলে পড়ে অন্যত্র চলে যাওয়ায়, এখন এখানে মাত্র ২শ জন ভোটার এই ওয়ার্ডে বসবাস করছে। ইউনিয়নটির ৬নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৬১জন অপরদিকে ৯নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ৩৪৪ জন।
চরএলাহী ইউনিয়নে জনসংখ্যা অনুপাতে ওয়ার্ড বিভক্তি করণ না করায় উন্নয়ন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সরকারি ভাবে প্রাপ্ত দান-অনুদান বিতরণে জনপ্রতিনিধি ও স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে।
চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, আশঙ্কাজনক হারে নদী ভাঙ্গন কবলিত ৮নং চরএলাহী ইউনিয়নের ওয়ার্ড বিভক্তিকরণের জন্য ২০১৫ সালের ২৬ এপ্রিল তারিখে ইউনিয়ন পরিষদ থেকে রেজুলেশন সহকারে আবেদন করা হয়েছিল। এরপর ২০১৬ সালে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ যাবত কয়েক বার সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিতভাবে আবেদন-নিবেদন করার পরও ওয়ার্ড বিভক্তিকরণ করা হয়নি।
স্থানীয়রা জানান, ২০১২ সালে কোম্পানীগঞ্জ সুবর্ণ চরের ভাঙ্গন কবলিত এলাকাকে রক্ষা করতে চর ক্লার্ক- চর বালুয়া ক্রস ডেম নির্মাণের প্রস্তাব করা হয়ে ছিল। কিন্তু অজানা কারণে তা বাস্তবায়িত না হওয়ায় চর এলাহীর বিস্তীর্ণ এলাকা এবং ২৩ ভেন্ট স্লুইসগেট সহ মুছাপুর ক্লোজার ও ভাঙ্গনের করাল গ্রাসে তলিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই যতদ্রুত সম্ভব ক্রসডেম নির্মাণ অত্যাবশ্যক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর জানান, নদী ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর