গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামুন সরকার (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ শুক্রবার বিকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ডস্টোরেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামের দুদু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে অটোরিকশাটি গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিল। পথে কোল্ডস্টোরেজের সামনে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মামুন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল