আগামী দুই নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার নির্বাচন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. গোলাম হাক্কানী। এলাকায় এমজি হাক্কানী নামেই পরিচিত তিনি।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই যৌথসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
কসবা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দলের কাছে আবেদন করেছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৭ নেতা। এরা হলেন, বর্তমান মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, উপজেলা যুবলীগের সভাপতি এম.এ আজিজ, আওয়ামী লীগ নেতা মোঃ মাহবুব হোসেন, মোঃ ফজলুল হক, মোঃ গিয়াস উদ্দিন জামিল ও সাংবাদিক মোঃ সোলেমান খান।
বিডি প্রতিদিন/হিমেল