রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলা শ্রমিক লীগের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের আহবায়ক শফিকুর রহমান তুহিন, নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম সহ হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোয়িমে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আল আমীন