কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও মধ্য রামরাম সেন জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল জব্বার (৭০)।
এলাকাবাসীরা ও পুলিশ জানায়, কয়েকদিন ধরে আব্দুল জব্বারের মাথায় অনেকটা সমস্যা দেখা দেয়। মাথায় যন্ত্রণা হওয়ায় তিনি মাঝে মাঝে ছটফট করতেন। এ অবস্থায় মঙ্গলবার ফজরের নামাজের পর সকলের অজান্তে বাড়ির পাশের পরিত্যক্ত স্কুল ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে দুপুরের দিকে স্কুলের পাশ দিয়ে যাওয়া লোকজন রশিতে ঝুলানো লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম