পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর রবিবার রাতেই উপজেলার কোড়ালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম হাসান মৃধা (৪২)। তিনি রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার সকালে তাকে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত শনিবার দুপুর সাড়ে ১২টায় ছোটবাইশদিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিবার রাতে নির্যাতনের শিকার গৃহবধূর মা বাদী হয়ে হাসান মৃধার নাম উল্লেখ করে আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতার হাসান মৃধা অজ্ঞাতনামা এক ব্যক্তিকে নিয়ে গৃহবধূর স্বামীর ঘরে ঢুকে তার চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। একপর্যায় অজ্ঞাতনামা ব্যক্তি গৃহবধূর দুই হাত চেপে ধরে রাখে। আর হাসান মৃধা তাকে ধর্ষণ করে।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দি নেওয়ার পর ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অপর আসামিকে শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই