বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) বিকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ কর্তৃক এ সংলাপের আয়োজন করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা করেন স্থানীয় সরকার কক্সবাজার উপ-পরিচালক (ইএএলজি) শ্রাবন্তী রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি।
স্থানীয় সরকার সমন্বয়কারী (ইএএলজি) মোহাম্মদ সালেহ এর উপস্থাপনায় বাল্য বিবাহ এবং মাদক প্রতিরোধ সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত উপস্থাপন করে সংলাপে অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক অফিসার আনন্দ ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহির হোসেন এমএ, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, টেকনাফ মডেল থানার নারী পুলিশ কর্মকর্তা এসআই রোককসানা মোজাফফর, টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন, টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক একে এম আফাজ উদ্দিন, কোডেক ইউনিসেফ সিসি প্রকল্প কর্মকর্তা রাসেল শাহ প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল