নারায়ণগঞ্জের রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তারের (৯) হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। রবিবার দুপুরে উপজেলার রূপগঞ্জ থানা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
এসময় স্কুলশিক্ষার্থী হত্যার প্রধান আসামি মোশারফ (গ্রেপ্তারকৃত) সহ অজ্ঞাতদের বের করে ফাঁসি কার্যকর করার দাবি জানানো হয়।
২৩ অক্টোবর শনিবার বিকালে উপজেলার জাঙ্গীর কবরস্থান এলাকা থেকে সামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার মানববন্ধনে প্রায় ১৫টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।
রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ূন কবির মোল্লা বলেন, এ ঘটনায় অভিযোগ দায়েরের পর আসামিকে গ্রেফতার করে জবানবন্দি নেই। পরে তার জবানবন্দিতে দেওয়া তথ্য অনুযায়ী আসামি মোশারফে কে নিয়ে ভিকটিম উদ্ধার করি। পরবর্তীতে মামলার সকল কার্যক্রম শেষ করে আদালতে পাঠানো হয়। আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। ডিএনএ রিপোর্ট আসার পর আমরা চার্জশিট দিয়ে দিব।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মোশারফ নামে একজন গ্রেফতার করা হয়েছিল। ঘটনা তদন্ত করে মোশারফের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে সকলকে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এএম