জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। রবিবার দুপুরে আওয়ামী লীগের নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির আগমন উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ দাবি জানান।
এ সসময় কাদের মির্জা বলেন, 'কোম্পানীগঞ্জ ছিল শান্তির জনপদ। এখানে দুই মায়ের বুক খালি হয়েছে। অনেক নেতাকর্মী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনেক নেতাকর্মী মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে। কাদের নির্দেশে এসব হয়েছে তার তদন্ত করে সঠিক বিচার করতে হবে। এছাড়াও শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।'
নিজের উপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে কাদের মির্জা বলেন, '৭ বার আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে। গত ৯ মার্চ আমার পৌরসভা লক্ষ্য করে দুই হাজার রাউন্ড গুলি করেছে। কোম্পানীগঞ্জে কোন অপরাধের সাথে আমি আর আমার নেতাকর্মীরা জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। যেই ব্যবস্থা গ্রহণ করবেন আমি মাথা পেতে নিবো।'
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী সেলিম, দুই যুগ্ম আহ্বায়ক অ্যভোকেট শিহাব উদ্দিন শাহিন, সহিদ উলাহ খান সোহেল, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এবং হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।
বিডি প্রতিদিন/হিমেল