কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) সহ মো. ইউনুছ নামে এক সন্ত্রাসীকে আটক করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা।
আটক ইউনুছ রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই, শেড, ৫৫৩/০৩-০৪ বাসিন্দা সৈয়দ আহাম্মদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে এপিবিএন পুলিশের এএসপি মো. তারেক সেকান্দারের নেতৃত্বে একটি দল ক্যাম্পের আই ব্লকে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী ইউনুছকে আটক করতে সক্ষম হয়।
এসময় ধৃতের হেফাজতে থাকা একটি দেশীয় ওয়ান শুটারগান(এলজি) উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, সে ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন