জাতীয় যুব দিবস উপলক্ষে বান্দরবান যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে যুব সমাবেশ ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। সোমবার ১ নভেম্বর সকালে বান্দরবান শহরের বালাঘাটায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এটিএম কাউসার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বান্দরবানস্থ উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী। পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সমাপ্তকারী ৫ জন যুব উদ্যোক্তার মধ্যে ৩ লাখ টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল