বরগুনা সদর ও ৫টি উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়নের উপ-পরিচালক সঞ্জীত দাস, মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, আলহাজ্ব আ. রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলামসহ প্রশিক্ষিত যুবক-যুবতীরা। জেলার ৬টি উপজেলায় বিভিন্ন বিষয় প্রশিক্ষিত ১০৭ জন যুবক-যুবতীদের মধ্য আর্থিক সহায়তা বাবদ ৩৮ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। বিভিন্ন যুব সংগঠনের মাধ্যমে বৃক্ষ রোপন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল