রাঙামাটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রী পূর্ণিমা চাকমা হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। বুধবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজি মুজিবুর রহমান। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মো. মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহা সচিব মো. আলমগীর কবির, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ সভাপতি নাদিরুজ্জামান, কাজি জালোয়া উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, কলেজছাত্রী পূর্ণিমা চাকমার লাশের সঠিক ময়নাতদন্ত করে, সত্য ঘটনা উন্মোচন করার হোক।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় ভাড়া বাসায় সরকারি মহিলা কলেজের ছাত্রী পূর্ণিমা চাকমার রহস্যজনক মৃত্যু হয়। রাঙামাটির দূর্গম জুরাছড়ির দুমদুম্যা ইউনিয়নের বগাখালি এলাকার সাধন চাকমার মেয়ে পূর্ণিমা চাকমা। রাঙামাটি শহরে বাসা ভাড়া করে মহিলা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। গত শুক্রবার দুপুরে পূর্ণিমাকে চেতনাহীন অবস্থায় রাঙামাটি হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশ রেখে পালিয়ে যায় স্থানীয়রা।
বিডি প্রতিদিন/এএম