ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার প্রতিবাদে টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো বাস ও ট্রাক ধর্মঘট চলছে। বিপাকে পড়েছেন কর্মস্থলে ফেরা মানুষ। সিএনজি অটোরিকশায় যেতে হচ্ছে বিভিন্ন গন্তভ্যস্থলে। এতে করে যাত্রীদের গুনতে হচ্ছে তিনগুণ বেশি ভাড়া।
মহাসড়কে থ্রী-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও মহাসড়ক হয়েই দীর্ঘপথ পাড়ি দিচ্ছে তিনচাকার যানবাহনগুলো। এদিকে হাইওয়ে পুলিশ জানিয়েছে মহাসড়কে সিএনজি অটোরিকশা দেখলেই মামলা দেওয়া হচ্ছে।
ধর্মঘটের দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে নতুন বাসস্ট্যান্ড ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীদের ভিড় রয়েছে। বাসস্ট্যান্ডে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে রয়েছে। বাস না পেয়ে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন মানুষ। আবার অনেকেই কয়েকটি স্থান থেকে যানবাহন পরিবর্তন করে কর্মস্থলে আসছেন। এতে করে সাধারণ মানুষের সময় ও টাকার অপচয় হচ্ছে।
কর্মস্থলে ফেরা ভুক্তভুগি যাত্রীরা জানান, টাঙ্গাইল থেকে চন্দ্রার বাস ভাড়া ৬০ থেকে ৭০ টাকা। সেখানে বাস বন্ধ থাকায় সিএনজি ভাড়া নিচ্ছে দুইশ থেকে আড়াইশ টাকা। ঢাকা মহাখালীর বাস ভাড়া গাড়িতে যেখানে ১৩০ থেকে ২৫০ টাকা, সেখানে কয়েকটি স্থানে গাড়ি পরিবর্তন করে যেতে খরচ হচ্ছে সাড়ে চার থেকে ছয়শত টাকা।
ঢাকামুখী যাত্রী কুদ্দুস সরকার জানান সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তার প্রতিবাদ জানিয়ে ধর্মঘট করছে বাস চালকরা। যত ভোগান্তি আমার মতো সাধারণ মানুষের। একশ টাকার ভাড়া তিনশ টাকা দিয়ে যেতে হচ্ছে।
ঢাকার পোশাক কারখানায় চাকুরী করেন কামাল হোসেন। তিনি বলেন, প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে আছি। বাস বন্ধ থাকার বিষয়টি আমার জানা ছিলো না। এখন সিএনজি বা পিকআপে করে ঢাকায় যেতে হবে।
সিএনজি অটোরিকশা চালক আরিফ, রাশেদ ও আলমগীর হোসেন জানান, আমরা মানুষকে সেবা করার লক্ষে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে গাড়ি চালাচ্ছি। আমাদের খরচ বেশি তাই ভাড়াও নিচ্ছি বেশি। তবে মির্জাপুর এলাকায় হাইওয়ে পুলিশ সমস্যা করে। মামলা দিয়ে চার হাজারের বেশি টাকা নেয়। তবে পাঁচশ টাকা হাতে দিলে তখন মামলা দেয় না।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল হক বলেন, মামলার টাকা ছাড়া সিএনজি চালকদের কাছ থেকে অতিরিক্ত কোন টাকা নেওয়া হয়না। মহাসড়কে সিএনজি দেখলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম