মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বারেক শেখ (৪৪) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বালিগাও বলই এলাকায় বালিগাও-টঙ্গীবাড়ী সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বারেক ময়মনসিংহ জেলার মোস্তফা শেখের ছেলে। সে দীর্ঘদিন যাবত টঙ্গীবাড়ী উপজেলার রংমেহার এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করে আসছিলো ও হাসাইল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার সহকারী হিসাবে কাজ কর্মরত ছিলো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বালিগাও বাজারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয় বারেক। ফেরার পথে বারেক বলই এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল যোগে এসে তিনজন দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে তাকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে দুপুর আড়াইটার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। তবে জড়িতের পরিচয় উদ্ঘাটনে কাজ চলছে, জড়িত যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এএম