ময়মনসিংহের ফুলপুরে পাটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল ৩টায় উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ২/২০২১-২২ মৌসুমে নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনীর ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খামারবাড়ি, ময়মনসিংহ এর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. নাসির উদ্দিন।
এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলামসহ সিংহেশ্বর গ্রামের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ