মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থী সেন্টুর সমর্থকদের সাথে নৌকার চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৩ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ষোলঘর ইউপি নির্বাচনের ভোট দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে কাজী সুমন হুমায়ুন (আনারস), মহিউদ্দিন (হাতপাখা), অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন সেন্টু (চশমা), আজিজুল ইসলাম (নৌকা) চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
রবিবার দুপুর ১টার দিকে ষোলঘর চেয়ারম্যান বাড়ি নির্বাচনী প্রচারকালে ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীর সমর্থক সিয়াম (২৫), রফিক (৪০), স্বপন (২৮), সবুজ (৩১), মসুম (৩০) ও অমিত হাসান (২৭), সাহবুদ্দিন (৩০) আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এই সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন সেন্টুর (চশমা) সমর্থক সাব্বির (২৬), রহমান (২৩), ও মনির (২৪), রানা(২৪), তরিকুল (২৩), শাওন (২৭) আহত হয়েছেন।
তাদের মধ্যে সাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর