সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের দাবিতে লক্ষ্মীপুরে রামগঞ্জের ৪টি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুর ১২টায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইছাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আমীর হোসেন খান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক লামচর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফয়জুল্লাহ জিশান ও ভোলাকোট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম জুয়েল।
প্রার্থীরা অভিযোগ করে বলেন, দলীয় প্রার্থী নির্ধারনে স্থানীয় আওয়ামী লীগ মনোনয়ন বাণিজ্য করেছেন। তারা (মনোনীত প্রার্থীরা) আওয়ামী লীগের রাজনীতিতে নিষ্ক্রিয় ও জনবিচ্ছিন্ন। তাই জনগণের দাবির মুখে তারা প্রার্থী হয়েছেন। বর্তমানে বহিরাগতরা নির্বাচনী এলাকায় গিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে ভোটারদের ভয়ভীতি ও হুমকি ধামকিসহ মোটরসাইকেল মহড়ায় আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তারা। এমতাবস্থায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানান প্রার্থীরা।
বিডি প্রতিদিন/এমআই