দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরে ৪টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। বুধবার বিকেল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। চারটি ইউনিয়নের ৪০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ধরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, প্রচারের শেষ মুহূর্তে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, নির্বাচনী অফিস ভাঙচুর ও কিছু বিচ্ছিন্ন ঘটনা উৎকণ্ঠা বাড়িয়ে তুলেছে বলে জানান স্থানীয়রা। তবে বাড়তি সতর্কতা হিসেবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমলনগর উপজেলার চরমার্টিন, চর কাদিরা, চর লরেন্স এবং রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
এর মধ্যে চর লরেন্স ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, চারটি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৭১ জন ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/এমআই