ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩৫ বোতল ফেনসিডিল, ৩৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৭ হাজার টাকাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইন-শৃংখলা বাহিনী। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
সোমবার সকালে পৃথক অভিযানে জেলার আশুগঞ্জ উপজেলার টোলপ্লাজা ও বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম রনি-(২৫), বিজয়নগর উপজেলার চতুরপুর গ্রামের আবদুল হান্নান ভূইয়া-(৩০), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার জয়পুর গ্রামের মোঃ আলাল উদ্দিন খান-(৩২), নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মোঃ সুন্দর আলী-(৩৬), একই এলাকার মোঃ তোফাজ্জল-(৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের শাখাওয়াত হোসেন রিমন-(২৪)।
সোমবার দুপুরে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনে ও আশুগঞ্জ টোলপ্লাজার সামনে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৭ হাজার টাকাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে সোমবার সকালে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রাম থেকে ৩৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শাখাওয়াত হোসেন রিমনকে গ্রেফতার করে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা হাসানের সাথে যোগাযোগ করলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম