গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থীর মোবাইল ফোন প্রতীকের প্রচারণায় বাধা এবং মাইক, ব্যাটারী ভাঙচুরের ঘটনায় শামীম ও ইব্রাহীম নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পৌরসভার কালামপুর এলাকা থেকে তাদের আটক করে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ ও নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় স্বতন্ত্র মেয়র প্রার্থী মজিবুর রহমানের মোবাইল প্রতীকের প্রচারের মাইক পৌরসভার কালামপুর এলাকায় পৌছালে আটককৃত ২ যুবকসহ কয়েকজন তাদের প্রচারনায় বাধা দেয়। একপর্যায়ে তারা প্রচারের মাইক ভাঙচুরসহ প্রচারের থাকা লোকজনকে মারধর করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত ২ যুবককে আটক করে। এ সময় বাকীরা পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়। বাকীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএ