গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন এক পোশাককর্মী (২১)। ওই পোশাককর্মী টঙ্গীর বিসিক এলাকায় একটি কারখানায় চাকরি করতেন। ঘটনাটি ঘটে গত রবিবার রাতে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সিএনজি চালক আবু হানিফকে আজ দুপুরে গ্রেফতার করে গাজীপুর আদালতে প্রেরণ করেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ওই পোশাককর্মী ছুটি শেষে কারখানা থেকে বের হয়ে গোপালপুর ভাড়া বাসায় যাওয়ার উদ্যেশে রওনা হন। এসময় টঙ্গী শহীদ স্মৃতি স্কুলের সামনে পৌছলে আবু হানিফসহ একদল বখাটে ওই মেয়েটিকে জোড় করে তুলে নিয়ে পূর্ব আরিচপুর সিরাজ উদ্দিন সিকদারের দোতলা বাড়ির নীচ তলায় হানিফের ভাড়া কক্ষে পালক্রমে ধর্ষণ করে। পরে ভোররাত চারটার সময় নির্যাতনের শিকার ওই কিশোরী থানায় হাজির হয়ে লিখিত একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ ব্যাপারে টঙ্গী থানার পরিদর্শক(তদন্ত) দেলোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করলে থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চললে বলে জানান।
বিডি প্রতিদিন/এএম