দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে রাজবাড়ী রোডস্থ দলের জেলা কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন।
জেলা বিএনপি নেতা সাখাওয়াৎ হোসেন সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আক্তারুজ্জামান বাবুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইরানী সরকার, জেলা ছাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ। সমাবেশ শেষে শহরে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম