গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রলীগ কর্মীরা। সোমবার সকালে উপজেলার এমসি বাজারের অবস্থিত হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের পাশে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষে সুলতান মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে পরীক্ষার্থীদের মধ্যে কলম, বিশুদ্ধ খাবার পানির বোতল, স্কেল, ফাইল ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপজেলা ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সাথে ছিলেন ।
বিডি প্রতিদিন/এএ