বরগুনার বেসরকারি উন্নয়ন সংগঠন জাগো নারীর রি-কল প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের আর্থিক অভিগম্যতা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা সমন্ময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নাহার মুন্নী প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন।
এতে অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা বিভাস কুমার দাস, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক, মো. নাসির উদ্দীন, 'আশা' সদর শাখার ব্যবস্থাপক, আলমগীর হোসেন, ব্রাকের কর্মকর্তা মাকসুদা আক্তার।
প্রশিক্ষক হিসাবে ছিলেন রি-কল প্রকল্প কর্মকর্তা, জাগো নারী শ্যামল পাল, প্রকল্প কর্মকর্তা গোলাম মোস্তফা। প্রশিক্ষণে ২৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির