নেত্রকোনায় উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক বারী সিদ্দিকীকে জন্মদিনে স্মরণ করেছেন তার ভক্তরা। নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কার্লি গ্রামে নিজ প্রতিষ্ঠিত ‘বাউল বাড়িতে’ শায়িত শিল্পীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভক্তরা।
প্রতি বছরের ন্যায় গতকাল সোমবার বিকালে হিমু পাঠক আড্ডার উদ্যোগে বাউল বাড়িতে যান সকল ভক্তরা। পরে সেখোনে বারী সিদ্দিকীর স্বজনদের নিয়ে কেক কাটা ও গানের আয়োজন করে। এতে এলাকার শিশু যুবকরাও অংশ নেয়।
এতে উপস্থিত ছিলেন শিক্ষক নাইম সুলতানা লিবন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, সাংবাদিক সালাহউদ্দিন খান রুবেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা। বারী সিদ্দিকীর গাওয়া গানগুলো পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।
উল্লেখ্য, বারী সিদ্দিকী ১৯৫৪ সালো ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৭ সনের ২৪ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির