ডিজেল-কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে জয়পুরহাটে লিফলেট বিতরণের কর্মসূচি শুরু করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট পৌর শহরের পাঁচুরমোড় জিরোপয়েন্ট, তৃপ্তির মোড়, বাটার মোড়, পূর্ব বাজার এলাকায় প্রচারপত্র বিলি করা হয়।
প্রচারপত্র বিতরণ কার্যক্রমে জেলা বিএনপির আহ্বায়ক শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন