টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আজ মঙ্গলবার থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রক্রিয়া সম্পন্নের পর কক্সবাজারের জেলা প্রশাসন পরীক্ষামূলক জাহাজ চলাচলে অনুমতি দিয়েছেন। টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের অভিজাত জাহাজ কেয়ারী ট্যুরস এন্ড লিমিটেডের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় জেটি সংস্কারসহ বিভিন্ন অজুহাতে প্রশাসনের অনুমতি না পাওয়ায় পর্যটক মৌসুম শুরু হলেও জাহাজ চলাচল বন্ধ ছিল। প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ধাপে ধাপে এ মাসে আরও জাহাজ চলবে। তবে মৌসুমের প্রথম এ রুটে শুধু কেয়ারি ক্রুজ এন্ড ডাইনকে অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে অন্যান্য জাহাজগুলো চলাচল করবে। নৌ-মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনও অনুমতি দিয়েছে।
তিনি আরও জানান, টেকনাফের দমদমিয়া ঘাট হয়ে নিয়মিত পথেই জাহাজগুলো চলাচল করবে। পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ সেন্টমার্টিনে পৌঁছালে স্থানীয় ইউপি চেয়ারম্যান, নৌ বাহিনী, কোস্টগার্ড, মেম্বাররা পর্যটকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। টেকনাফের নিজস্ব জেটি থেকে ৩শ' পর্যটক নিয়ে কেয়ারী ক্রুজ এন্ড ডাইন জাহাজটি দুপুর ১২টায় সেন্টমার্টিন ঘাটে পৌঁছায়।
এদিকে, বছরের প্রথম জাহাজ ছাড়ার আগেই সকাল থেকে পর্যটকদের সমস্যা ও জাহাজ কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী নিচ্ছে কিনা তদারকি করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী।
তিনি বলেন, কোনভাবেই পর্যটক হয়রানি বরদাশত করা হবেনা। অতিরিক্ত যাত্রী বহন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেয়ারী ক্রুজ এন্ড ডাইন জাহাজকে পরীক্ষামূলক পাঠানো হয়েছে। জেটির অবস্থা বুঝে বাকি জাহাজগুলোকে অনমুতি দেওয়া হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির