বরিশালের উজিরপুরে মুক্তিযুদ্ধে নবম সেক্টরের কমান্ডার এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি মেজর এমএ জলিলের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্তরে মেজর এমএ জলিল স্মৃতিফলকে পুস্পমাল্য অর্পণ করেন মেজর এমএ জলিল পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মেজর এমএ জলিল পরিষদের নেতা আমির হোসেন মিঞা, নুরু সিকদার, উজিরপুর বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদার, মজিবুর রহমান ও মো. মুকিম মাষ্টারসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এএ