বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসে বাগেরহাটের মোংলা নৌবাহিনীর জেটিতে যুদ্ধ জাহাজ 'বা নৌ জা যমুনা' দুপুর ২ টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন বিপুল সংখ্যক দর্শনার্থীরা।
এরআগে সকালে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মোংলার দিগরাজে নৌবাহিনী ঘাঁটি এবং জাহাজগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে দেশ ও জাতির কল্যাণ ও সশন্ত্র বাহিনী উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতির জন্য এবং স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোংলায় নৌবাহিনীর ঘাটি ও জাহাজগুলোতে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ও নৌপরিবার শিশু নিকেতনে দিবসটি উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন