কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে বাহারছড়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার জালাল উদ্দিনের স্ত্রী হামিদা বেগম (৪০) ও বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কোদালিয়া এলাকার মৃত রেদোয়ানের ছেলে উজ্জল কাজী(২৪)।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.হাফিজুর রহমান। তিনি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম