শিবপুর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান বলেছেন, যারা মানুষ হত্যার রাজনীতি করে, তাদেরকে আওয়ামী লীগের ব্যানারে কাজ করার সুযোগ দেয়া উচিত নয়। এতে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়। সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
আজ সন্ধ্যায় শিবপুরের ইটাখোলা গোল চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবপুর উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সভাপতি মহসিন নাজিরের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামুল আলম ভূইয়া রাখিল। এসময় জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফম মাহাবুবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান তাপশী রাবেয়া, বিনয় কৃষ গোষামী, পুটিয়া ইউপি চেয়ারম্যান, হাসানুল সানী এলিস , সাধারচর ইউপি চেয়ারমঅন মাসিউল গনি স্বপন, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, মাসুদ পারভেজ, জহিরুল হক ভূইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম