কক্সবাজারের টেকনাফে বাড়িতে অভিযান চালিয়ে ১২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ শেখ উদ্দিন (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছেন র্যাব-১৫ সদস্যরা।
রবিবার ভোররাতে হোয়াইক্যং ইউপি ঐ এলাকা নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। আটক সেই একই এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে।
রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক(মিডিয়া) অতি. পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, জিজ্ঞেসাবাদে ধৃত জানায় পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবত তারা মাদক ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম