চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। এদিন নাটোরের সিংড়ার ১২ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রবিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌকার প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।
এর আগে শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
নাটোরের সিংড়ায় ১২ টি ইউনিয়নে নৌকার প্রার্থীরা হলেন, ১নং সুকাশ ইউনিয়নে সাবেক ভিপি মোফাজ্জল হোসেন মোফা, ২ নং ডাহিয়া ইউনিয়নে ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুন, ৩নং ইটালী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ৪ নং কলম ইউনিয়নে কলম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মইনুল হক চুনু, ৫নং চামারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, ৬নং হাতিয়ান্দহ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাকুর আলম চঞ্চল, ৭নং লালোর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম, ৮নং শেরকোল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, ৯ নং তাজপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ১০নং চৌগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ১১নং ছাতারদিঘী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আঃ রউফ বাদশা, ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন