জয়পুরহাট সদর উপজেলার কুমড়াপাড়া এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান জন্ম দেয়া নিয়ে এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন মানসিক ভারসাম্যহীন ওই নারী। তিনি গর্ভবতী উপলব্ধি করতে পেরে এলাকাবাসী বিভিন্ন সময় তাকে খাবার দিতেন।
তবে শিশুটির বাবা কে তা নিয়ে কৌতুহল রয়েছে সবার মনে। মানসিক ভারসাম্যহীন এক নারীর সঙ্গে এ ধরনের বর্বর কর্মকাণ্ডে ক্ষোভ জানান এলাকাবাসী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, সদর উপজেলার কুমড়াপাড়া এলাকায় রাস্তার পাশে ওই ভারসাম্যহীন নারীর প্রসব বেদনা উঠে এবং চিৎকার করে। তাৎক্ষণিক স্থানীয় নারীরা এসে তার সন্তান প্রসবের ব্যবস্থা করে। সে সময় তিনি একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম দেন।
ওসি জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই নারী ও কন্যাশিশুকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। নারীটির প্রকৃত নাম-পরিচয় কেউ জানে না। জানে না ওই শিশুর বাবার পরিচয়।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, ভারসাম্যহীন এক নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই সন্তান প্রসব করেন। বর্তমানে ওই নারী সুস্থ আছেন। কিন্তু শিশুটি অপরিপক্ক ও কম ওজনের কারণে কেয়ার ইউনিটে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন