বরিশাল নগরীর দপদপিয়া সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে এক যুবতী (২৫) আত্মহত্যা করেছেন। অজ্ঞাত ওই তরুণীর মরদেহ রবিবার সন্ধ্যায় উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। মরদেহের হাতে ছিল স্বর্ণের আংটি এবং ওড়নায় পেঁচানো ছিল ৫শ’ টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণী সেতুর মাঝ বরাবর গিয়ে রেলিংয়ের উপরে উঠে নদীতে ঝাঁপ দেয়। সেখানে উপস্থিত অন্যান্য দর্শনার্থীরা মুহূর্তের মধ্যে টের পেয়ে ডাকচিৎকার করলে নদীতে থাকা একজন নৌকা নিয়ে এগিয়ে যান। অন্ধকার নেমে আসায় নৌকা নিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই ব্যক্তি পাড়ে ফিরে যান।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, সেতু থেকে কোন দর্শনার্থী ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি অবহিত করে। সেখান থেকে থানায় জানানো হয়। এরপর পুলিশ পাঠানো হলে তারা সেতুর নিকটবর্তী স্থান থেকে ওই তরুনীর মরদেহ উদ্ধার করে।
এ সময় তরুণীর আঙ্গুলে সোনার আংটি এবং ওড়নায় পেঁচানো ৫শ’ টাকা ছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম