সুনামগঞ্জে বিয়ের ভোজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মাইক্রোবাস যাত্রীর। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের পুত্র খোকন দাস (৬), প্রণব চন্দের পুত্র লিপু চন্দ (৯) ও কেশব দাসের পুত্র নিলয় (৯)।
দুর্ঘটনায় নিহত হাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন।
স্থানীয়রা জানান, রবিবার রাত ৯টায় পাগলার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পার ভাতিজির বিয়ের ভোজ শেষে মাইক্রোবাসে চড়ে বাড়ি ফিরছিলেন তারা। ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে গুরুতর আহত চারজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।
ওসি মোক্তাদির হোসেন জানান, রাস্তার পাশে পার্কিং অবস্থায় থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসের তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত তিনজনসহ আহতরা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন