ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ডিফেন্স এক্স সোলজার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার উপজেলার পালকী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল হালিমের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. নজরুল ইসলাম।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, আমরা রিটায়ার্ড কিন্তু টায়ার্ড নই। সরকার এখনো আমাদেরকে যে কোনো কাজে লাগাতে চাইলে আমরা প্রস্তুত আছি।
এরপর এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
তিনি বলেন, দিবসটি উপলক্ষে এত সুন্দর আয়োজন করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদের যে কোনো প্রয়োজনের কথা জানালে ব্যবস্থা নিতে চেষ্টা করবো বলে তাদের আশ্বাস দেন তিনি।
সভায় উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল অবসরপ্রাপ্ত সেনাদের উপকারে ও তাদের ডাকে সবসময় সাড়া দিবেন বলে জানান।
এ সময় এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোনায়েম হোসেন খানের সঞ্চালনায় আগত অবসরপ্রাপ্ত সেনা সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, বিপিএটিসি থেকে আগত ৭২তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণার্থী প্রশাসন ক্যাডার সুনন্দা সরকার প্রমা ও আবুল হাসনাত, পররাষ্ট্র ক্যাডার জিএম ইফতেখার, পুলিশ ক্যাডার গোলাম রাব্বী, আনসার ক্যাডার মো. শামসুর রহমানসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন