বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কোর্ট এলাকা থেকে একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে আদালত চত্বরে সমাবেশ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জিয়া উদ্দিন আহমেদ কবীর, তুহিনুর রহমান, সহ-বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর