রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেছেন, নির্বাচনের দিনে ব্যালট পেপার আগুন হয়ে থাকবে। শুধুমাত্র বৈধ ভোটার ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে পারবেন। অন্য কেউ ব্যালট পেপারে হাত দেবেন না। ব্যালটে হাত দিলে হাত পুড়ে যাবে।
সোমবার দুপুরে বালিয়াকান্দি নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সুপার এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলাসদ বেগম।
পুলিশ সুপার বলেন, আমি রাজবাড়ীতে যোগদান করার পর দুইটি পৌরসভা এবং সম্প্রতি দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে ৭০ শতাংশ ভোটার উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুতরাং আপনারা নিশ্চিন্তে আপনার ব্যালট বুঝে নিয়ে ভোট প্রদান করেন। কোনো প্রার্থী কিংবা তার সমর্থকেরা হুমকি প্রদান করলে পুলিশ কঠোর অবস্থানে যাবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোনো অসুস্থ প্রতিযোগিতায় নামবেন না। মনে রাখবেন দিন শেষে আপনারা একই এলাকার বাসিন্দা। আমরা শুধু আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবো।
মতবিনিয়ময় সভায় জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’র (এনএসআই) উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, রাজবাড়ী জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. সাইদুর রহমান, বালিয়াকান্দি থানার ওসি মো. তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৮ তারিখে বালিয়াকান্দিতে তৃতীয় ধাপে সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে সাতটি ইউনিয়নে ১ লাখ ৬৯ হাজার ৫৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডি প্রতিদিন/এমআই