চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় এক শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ওই শিক্ষার্থীর কাছে থাকা একটি ল্যাপটপ ও নগদ তিন হাজার টাকা কেড়ে নেয়। প্রতিবাদ করায় সাথে থাকা রিকসা চালককেও মারধর করে ছিনতাইকারীরা। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রবিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীর কবলে পড়া শিক্ষার্থীর নাম ফয়সাল আজাদ সাফি। তিনি গুলশানপাড়ার মৃত আজাদুল হকের ছেলে এবং নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।
ফয়সার আজাদ সাফি বলেন, রবিবার রাতে তিনি ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গায় ফেরেন। রাত ২টার দিকে রেলস্টেশন থেকে একটি রিকসা নিয়ে বাড়ির পথে রওয়ানা দেন। নিজ মহল্লায় পৌঁছানোর পর দুই যুবক তাদের পথরোধ করে পিস্তল ও রামদা নিয়ে তাদের জিম্মি করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ছিনতাই ঘটনার সাথে জড়িতের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম