টাঙ্গাইলে সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক ও ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মীর মনির হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন প্রমুখ।
সভায় আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম