বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার বেলা ১১টায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে এতে বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, বিএনপি নেতা এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন