ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম জয়লাভ করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী জেলা বার ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম ও অ্যাডভোকেট সামসুজ্জামান লাকি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯টি পদের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত পরিষদ ১০টি ও আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ৯টি পদে জয়লাভ করেন।
এদিকে, বিএনপি সমর্থিত প্যানেল গুরুত্বপূর্ণ দশটি পদে জয়ী হওয়ায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এমএ মজিদ অভিনন্দন জানান। তিনি আশা করেন নির্বাচিতরা বার ও বেঞ্চে সমন্বয় সাধন করে আদালতগুলোতে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
বিডি প্রতিদিন/এমআই